মির্জাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল বাজারে মোবাইল ব্যবসায়ী সুমন মিয়ার ওপর সন্ত্রাসী ছিন'তা'ইকারীদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এ নৃশংস হামলার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মিয়া প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা ছিনতা'ইকারীরা তার পথরোধ করে। সুমনের কাছে নগদ অর্থ ও একাধিক মোবাইল ফোন থাকায় সেগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। সুমন বাধা দিলে ছিনতাইকারীরা তার মাথায় আ'ঘাত করে গু'রুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত হয়ে পড়ে যান। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হাম*লাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আ'হত সুমন মিয়াকে উ'দ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার মাথায় আঘাত গু'রুতর হলেও বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর বাঁশতৈল বাজারসহ আশপাশের এলাকায় আ'তঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “রাতে দোকান বন্ধ করে নিরাপদে বাড়ি ফেরাও এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার ও এলাকায় টহল জোরদারের দাবি জানাচ্ছি।” এ বিষয়ে স্থানীয়দের দাবি, বাজার এলাকায় নিয়মিত পুলিশি টহল ও আলোর ব্যবস্থা জোরদার করা না হলে এমন ঘটনা আরও বাড়তে পারে। তারা দো'ষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড