ক্রীড়া প্রতিবেদকঃ
আইসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাংলাদেশকে জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যেতে হবে ভারতেই—সাফ জানিয়ে দিয়েছে আইসিসি। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জরুরি বৈঠক ডেকেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
কয়েকটি বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ঠিক কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে সেটি জানানো হবে ক্রিকেটারদের। এরপরই আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়ে।
আইসিসি যেহেতু সময় বেঁধে দিয়েছে, বিসিবি এখন তাকিয়ে আছে সরকারের দিকে। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় আইসিসির ভার্চুয়াল সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, সরকারের সঙ্গে কথা বলবেন তিনি। তবে সরকারকে চাপ দিতে চান না।
বুলবুল বলেন, ‘আমি আইসিসিকে বলেছি, আমাদের সরকারের সঙ্গে কথা বলার একটা সুযোগ দিতে। তারা আমাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছে। তবে, আমি সরকারকে চাপ দিতে চাই না। আমরা সবাই জানি ভারত আমাদের জন্য নিরাপদ না। যে কারণে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছি। আমি জানি আইসিসি আমাদের প্রত্যাখান করেছে। কিন্তু, আমরা সরকারের সঙ্গে আরও একবার কথা বলব।’
বিসিবি সভাপতি যোগ করেন, ‘আইসিসির প্রতিক্রিয়া সম্পর্কে সরকারকে অবগত করব। যখন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আসে, সরকারকে শুধু খেলোয়াড়দের বিষয়ে নয়, সব বিষয়ে খেয়াল রাখতে হয়।'
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড