বাদল মিয়া,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রত্যাশিত ‘হাঁস’ প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের কাছ থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,“আমার হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব।”
রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়ায় দলীয় সিদ্ধান্ত না মানার অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
প্রতীক বরাদ্দের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, হাঁস তার পছন্দের প্রতীক। বাড়িতেও তিনি হাঁস পালন করেন। এ কারণেই তিনি হাঁস প্রতীক চেয়েছিলেন। পছন্দের প্রতীক পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন,আমার বাড়ি থেকে যখন হাঁস চুরি হয়েছিল, তখন কিন্তু ছাড় দেইনি। মামলা করেছি। পুলিশ দুইজন চোরকে গ্রেপ্তার করেছিল। হাঁস মার্কা কোনো দলের নয়—এটা জনগণের মার্কা।”
এদিকে নিজের কর্মী-সমর্থকদের উদ্দেশে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে আশুগঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন,কারো উসকানিতে পা দেওয়া যাবে না।”
উল্লেখ্য, সম্প্রতি একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডার জের ধরে রুমিন ফারহানাকে দুটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এসব নোটিশের জবাব দেওয়ার কথা রয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। পাশাপাশি ভোটের আগের রাতে ব্যালটে সিল মারার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড