ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
ক্ষমতার অপব্যবহার যারা করতে চাইবেন তারা না ভোটের দিকে যাবেন। দেশের ভবিষ্যত গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দিতে হবে। কোন দল যদি না- ভোটে অবস্থান নেয় তারা রক্তের ওপর দাড়িয়ে রক্তের সাথে বেঈমানী করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বতীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড.এম সাখাওয়াত হোসেন।
বুধবার (২১জানুয়ারি) ঠাকুরগাঁও পৌরশহরের মির্জা রুহল মিলনায়তনে গণভোট প্রচার বিষয়ক এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, হ্যা ভোট নিয়ে অপপ্রচার হচ্ছে। পরিবর্তন চাইলে হ্যাঁ-তে ভোট দিন। আপনাদের হাতে আপনাদের ভবিষ্যত। এরকম সুযোগ সবসময় পাবেননা। এরকম সুযোগ মিস করলে আপনারা একটা সেঞ্চুরি মিস করবেন। সংবিধান পরিবর্তন করা যাচ্ছেনা। সেজন্য আপনাদের কাছে আসা। সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণের ক্ষমতা তাদের হাতেই ফিরিয়ে দেয়া আমাদের উদ্দেশ্য।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে তিনি বলেন, আমরা চাই প্রধান মন্ত্রীর যেনো একক কোন ক্ষমতা না থাকে, রাষ্ট্রপতির সাথে ক্ষমতা ভাগাভাগি হয়ে যায়। রাষ্ট্রপতি যেনো শুধু সিল মারার জন্য আর ১৬ ডিসেম্বর ২১ ফেব্রুয়ারী ফুল দেবার জন্য বসে না থাকে। বিগত সময়ে যদি সত্যিকার অর্থে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেয়া হতো তবে স্বৈরাচার সরকার তৈরী হতে পারতো না।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন,অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড