নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় পরিবেশবান্ধব চালকল প্রকল্পের সোলার কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় নওগাঁ সদর উপজেলার মারাদমোল্লা বাজারে পরিদর্শন করেন চীনা প্রতিনিধি ও ডংজিন লংজারভিটি ইন্ডাস্ট্রি লিমিটেডের কর্মকর্তারা।
প্রকল্পটি বাস্তবায়ন করেছে জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম)। বিশ্ব ব্যাংক এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পটি গ্রামীণ এলাকায় চালকল ও কৃষিশিল্পে নতুন দিগন্ত উন্মোচন করছে।
সম্প্রতি জেআরডিএম-এর বাস্তবায়নাধীন "Sustainable Microenterprise and Resilient Transformation (SMART)" প্রকল্পের আওতায় “Promoting Resilient Green Growth in Rice Production & Processing” উপ-প্রকল্পের সোলার প্যানেল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন- চীনের প্রতিনিধি সাইমুন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ডংজিন লংজারভিটি ইন্ডাস্ট্রি লিমিটেডের সেলস এক্সিকিউটিভ মোঃ ইয়াসিন আরাফাত।
পরিদর্শনকালে প্রতিনিধি দলটি সোলার প্যানেলের মাধ্যমে চালকল (রাইস মিল) পরিচালনায় গ্রিন গ্রোথ বা পরিবেশবান্ধব প্রযুক্তি Resource Efficient and Cleaner Production (RECP) এর ব্যবহার দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা প্রকল্পের কারিগরি দিক এবং এর স্থায়িত্ব নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
সেখানে জেআরডিএম-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাইস মিল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ বোরহান উদ্দিন, পরিবেশ ও আরইসিপি অফিসার বুলবুল হোসাইন, এসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মোঃ সামসাদ, শাখা ব্যবস্থাপক মোঃ মাসুদ রানা এবং প্রকল্পের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
উল্লেখ্য, জেআরডিএম বাংলাদেশের উত্তরবঙ্গের গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে পিকেএসএফ-এর সহযোগিতায় বাস্তবায়িত এই ‘SMART’ প্রকল্পটি ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু সহিষ্ণু টেকসই প্রযুক্তি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড