শিক্ষা ডেস্কঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ সারা দেশের হাজারো শিক্ষা প্রতিষ্ঠানকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা কলেজ বিএনসিসি প্লাটুন।
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এই প্রতিযোগিতায় ড্রিল, টার্নআউট ও প্রশিক্ষণ দক্ষতায় সর্বোচ্চ নম্বর পায় ঢাকা কলেজ প্লাটুন। পাশাপাশি রক্তদান কর্মসূচি, দুর্যোগ মোকাবিলা মহড়া এবং বৃক্ষরোপণ অভিযানে সক্রিয় অংশগ্রহণের জন্য বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে ইউনিটটি। সহ-শিক্ষা কার্যক্রমে তাদের পারদর্শিতাই এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখে।
প্লাটুনটির ক্যাডেট আন্ডার অফিসার জায়েদ উদ্দিন খানের দক্ষ নেতৃত্ব এবং প্লাটুন কমান্ডারের দিকনির্দেশনায় এটি একটি সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ ইউনিটে পরিণত হয়েছে।
এ বিষয়ে ক্যাডেট আন্ডার অফিসার জায়েদ উদ্দিন খান বলেন, ঢাকা কলেজ প্লাটুনের ক্যাডেট ইনচার্জ হিসেবে এই ঐতিহাসিক জয়ে আমি গর্বিত। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ হওয়া আমাদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও ত্যাগের প্রতিফলন। প্রতিটি ক্যাডেট দিন-রাত এক করে শৃঙ্খলার মান ধরে রেখেছে।
তিনি আরও বলেন, শ্রেষ্ঠত্ব অর্জনের চেয়ে সেটি ধরে রাখা আরও কঠিন। ‘জ্ঞান ও শৃঙ্খলা’র মূলমন্ত্র যেন আমাদের বাস্তব জীবনেও প্রতিফলিত হয়। দেশ ও জাতির প্রয়োজনে আমরা যেন সবার আগে এগিয়ে যেতে পারি। ঢাকা কলেজ প্লাটুন ছিল, আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও শ্রেষ্ঠ থাকবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড