আলমডাঙ্গা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (গতকাল) বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাওন পারভেজ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের সহোদর, সিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ী মো. আরিফুজ্জামান আরিফ। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিণ্টু এবং আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও সামিউল সানি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন সবুজ, সিনিয়র সহসভাপতি আব্দুর রাকিব জীবন, সিনিয়র যুগ্ম সম্পাদক শাফায়েত ইসলাম আকাশ, হারদী কলেজ ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান সোহান, সাধারণ সম্পাদক আল সাবা আব্দুল্লাহ, নিগার সিদ্দিক কলেজ ছাত্রদলের সভাপতি নাফিয়াল আরাফাত সাকিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. আরিফুজ্জামান আরিফ বলেন, দেশ পরিবর্তনের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। তরুণ প্রজন্মের ভোট ধানের শীষে আনতে ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান বক্তা মোমিন মালিতা বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা ছাত্রদল সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একটি সংগঠন। দেশ গড়তে যেমন তারেক রহমানের বিকল্প নেই, তেমনি চুয়াডাঙ্গা-১ আসনে মো. শরীফুজ্জামান শরীফকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার কোনো বিকল্প নেই।
পরিচিতি সভায় কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলিফ হামজা ও সহসভাপতি মো. ইউসুফ হোসেন
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড