গাজীপুর প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–১ আসন (কালিয়াকৈর) এলাকায় নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, কালিয়াকৈর পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র মজিবর রহমান এখন সফলতার একেবারে দ্বারপ্রান্তে বলে মনে করছেন স্থানীয় রাজনীতিবিদ ও সাধারণ ভোটাররা।
দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত এই রাজনীতিবিদকে দলীয় মনোনয়ন দেওয়ার পর থেকেই কালিয়াকৈরসহ গাজীপুর–১ আসনের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মনোনয়ন ঘোষণার পরপরই মেয়র মজিবর রহমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করেন। প্রতিদিনই তিনি উপজেলার বিভিন্ন গ্রাম, বাজার, শিল্পাঞ্চল ও শ্রমিক অধ্যুষিত এলাকায় যাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।
মেয়র মজিবর রহমান বলেন,“আমি রাজনীতি করি মানুষের জন্য। কালিয়াকৈরের মানুষ আমাকে পৌর মেয়র নির্বাচিত করেছেন। তাদের এই ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতেই আমি জাতীয় সংসদে গিয়ে কালিয়াকৈর ও গাজীপুর–১ আসনের উন্নয়নে কাজ করতে চাই।”স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, গাজীপুর–১ আসনে দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি। তৃণমূল পর্যায়ে দলীয় কাঠামো সুসংগঠিত থাকায় এবারের নির্বাচনে বিজয় নিয়ে আশাবাদী নেতাকর্মীরা। বিশেষ করে মজিবর রহমানের জনপ্রিয়তা, মাঠপর্যায়ে সক্রিয়তা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তাকে অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রেখেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, মেয়র হিসেবে তার সময়কালে সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সেবা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। অনেক ভোটারই মনে করছেন, জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে তিনি এই এলাকার শিল্পাঞ্চল, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
এদিকে বিএনপির স্থানীয় নেতারা জানান, দলীয় কোন্দল ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করছেন। তারা আশাবাদী, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে গাজীপুর–১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
সব মিলিয়ে রাজনৈতিক সমীকরণ, তৃণমূলের সমর্থন এবং দীর্ঘদিনের জনপ্রিয়তাসবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে, গাজীপুর–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেয়র মজিবর রহমান এখন সত্যিই সফলতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড