রাজশাহী ব্যুরো:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার উদ্যোগে “মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) আয়োজিত এ সেমিনারে শিক্ষাঙ্গন ও সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক জনাব মোহা: জিললুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, মাদকাসক্তি শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয়, এটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামগ্রিক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। তিনি মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আবু দাউদ মো: শরিফুল ইসলাম, এফসিপিএস (সার্জারি), এফসিপিএস (পেডিয়াট্রিক সার্জারি)। তিনি বলেন, মাদকাসক্তি কেবল সামাজিক নয়, এটি একটি গুরুতর স্বাস্থ্যগত সংকট। তরুণ সমাজকে সুস্থ ও উৎপাদনশীল রাখতে হলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে শিক্ষাঙ্গন থেকেই। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সচেতনতা গড়ে তুললে একটি শক্তিশালী ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব।
সেমিনারে সভাপতিত্ব করেন বগুড়া আর্মি মেডিকেল কলেজের বিজিওএম, পিএসসি, সিইও ব্রিগেডিয়ার জেনারেল মো: সোহরাব হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাদকবিরোধী আন্দোলনকে সফল করতে হলে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম, শক্তিশালী সামাজিক প্রতিরোধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর ভূমিকার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এছাড়া সেমিনারে আরও একটি প্রবন্ধ উপস্থাপন করেন বগুড়া আর্মি মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা: মলয় কুমার দাস। তিনি মাদকের ক্ষতিকর প্রভাব, আইনগত দিক এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং মাদকাসক্তির ভয়াবহ পরিণতি সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করেন।
সেমিনার শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী স্লোগান সম্বলিত জ্যামিতি বক্স, খাতা, কলম, স্কেলসহ বিভিন্ন সুভেনির সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক সেমিনার শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ বিনির্মাণে সহায়ক হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড