নেত্রকোনা সদর প্রতিনিধিঃ
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া গ্রাম থেকে নিখোঁজ দুই স্কুলছাত্রী বান্ধবীর কোনো খোঁজ এখনো মেলেনি। গত ৩১ ডিসেম্বর ২০২৫ সকালে নিখোঁজ হওয়ার পর ২০ দিন পার হলেও তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ দুই কিশোরীর একজনের বয়স ১৪ বছর এবং অপরজনের বয়স ১৫ বছর। তারা একই গ্রামের বাসিন্দা ও পরস্পরের ঘনিষ্ঠ বান্ধবী। পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন সকালে আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তারা নিজ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে।
নিখোঁজের সময় উভয়েই কালো বোরকা পরিহিত ছিল।
এর মধ্যে নাদিয়া রহমান কালো বোরকার ওপর পিংক রঙের ব্লেজার পরেছিল। অপর স্কুলছাত্রী স্বর্ণা কালো বোরকার ওপর জিনসের ব্লেজার পরিহিত ছিল এবং তার কাছে একটি স্কুল ব্যাগ ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ দুই স্কুলছাত্রীর কারও কাছেই মোবাইল ফোন ছিল না, ফলে তাদের সঙ্গে যোগাযোগ করা বা প্রযুক্তিগতভাবে অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় নিখোঁজদের পরিবার নেত্রকোনা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি নং ৪০ ও ৪২) দায়ের করেছে। তবে পর্যাপ্ত প্রযুক্তিগত তথ্যের অভাবে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় পরিবারগুলোতে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বাগড়া গ্রাম। নিখোঁজ দুই স্কুলছাত্রীকে দ্রুত উদ্ধারের জন্য পরিবার ও এলাকাবাসী সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে।
কেউ যদি তাদের সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড