বিশেষ প্রতিবেদকঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে জটিলতায় থাকা প্রার্থীদের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব পরিত্যাগের প্রক্রিয়া শুরু করেছেন—এমন ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন, ফলে তারা নির্বাচনে অংশ নিতে বাধা থাকছে না।
রোববার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত শুনানিতে দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত আপিলে থাকা মোট ২৩ জন প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দেয় ইসি। এর মধ্যে দুজনের মনোনয়ন বাতিল, একজনের বিষয়ে রায় স্থগিত এবং বাকি ২০ জনের প্রার্থিতা বহাল রাখা হয়।
শুনানিতে অনুপস্থিত থাকার কারণে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভুঁইয়ার মনোনয়ন বাতিল করা হয়। অন্যদিকে কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জেল হোসেনের ক্ষেত্রে তুরস্কের নাগরিকত্ব পরিত্যাগের প্রক্রিয়া যাচাইয়ের জন্য রায় স্থগিত রাখা হয়েছে। তবে কমিশন সূত্র জানিয়েছে, তার প্রার্থিতা বহাল থাকার সম্ভাবনাই বেশি।
দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী। তালিকায় আছেন জামায়াত, বিএনপি, জাতীয় পার্টি, খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র প্রার্থীরা। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন—ঢাকা-১ আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম, ফরিদপুর-২ বিএনপি প্রার্থী শামা ওবায়েদ, ফেনী-৩ বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু, নোয়াখালী-১ স্বতন্ত্র জহিরুল ইসলাম, রংপুর-১ জাতীয় পার্টির মো. মঞ্জুম আলী, যশোর-২ জামায়াতের মোসলেম উদ্দীন ফরিদসহ বিভিন্ন আসনের মোট ২০ জন প্রার্থী। এদিকে, ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
রোববার দুই দফায় অনুষ্ঠিত শুনানিতে মোট ৬৩ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করা হয়। এর মধ্যে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিল থেকে ২১টি মঞ্জুর, মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে করা ২টি মঞ্জুর এবং ৩৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে।
শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, কোনো ধরনের পক্ষপাত ছাড়াই আইনি প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আমাদের বিচারিক কার্যক্রমে কোনো অন্যায় হয়নি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড