ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে মস্তফাপুর টেক্সটাইল মিল সংলগ্নে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে। এতে সার্বিক পরিবহনের হেলপার পান্নু মুন্সী সহ ইজিবাইকে থাকা আরো পাঁচজন যাত্রী প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৩ জনই নারী। মাদারীপুরের সার্বিক পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দিয়ে ইজিবাইক সহ সড়ক থেকে ছিটকে গিয়ে পার্শ্ববর্তী খাদে চলে যায়। এতেই এ দূর্ঘটনা সংঘটিত হয়। ৬ জন নিহত হওয়া ছাড়াও এ ঘটনায় আরো বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়ে মাদারীপুর সদর হাসপাতাল সহ অন্যান্য জায়গায় চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দূর্ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনার ফলে মহাসড়কের দু'পাশে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়ে উভয়দিক থেকে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছে। পরে দু'ঘন্টার চেষ্টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ইতোমধ্যে নিহতদের তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাদারীপুর সদরের কলেজ রোডের বাসিন্দা দূর্ঘটনাকবলিত বাসের হেলপার মোঃ পান্নু মুন্সী(৫২), ঘটকচর গ্রামের মোঃ শাহ আলম এর পুত্র মোঃ রুমান (২৫), মাদারীপুর কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জসিম বেপারীর পুত্র সাগর বেপারী (২২)। নিহত ৩ জন নারীদের পরিচয় সনাক্ত করা যায়নি। মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার জন্য ঢাকা-বরিশাল একলেনের সংকুচিত মহাসড়ক, অসাবধানতা ও অতিরিক্ত গতিতে গাড়ী চালনা এবং মহাসড়কে বেআইনিভাবে ইজিবাইক চলাচলকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড