আলমডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে আইমান সামির নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (আজ) দুপুর ১টার দিকে আলমডাঙ্গা পশুহাট রেল ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইমান সামির আলমডাঙ্গা পৌর এলাকার আল আমিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে শিশুটি রেললাইনের পাশে খেলছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে ওই এলাকা অতিক্রম করার সময় শিশুটি হঠাৎ রেললাইনের ওপর চলে আসে। এতে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি আলমডাঙ্গা স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগেই পশুহাট রেল ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রেললাইনের আশপাশে শিশুদের চলাফেরার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড