নেত্রকোনা সদর প্রতিনিধিঃ
নেত্রকোনা সদর উপজেলার পুকুরিয়া গ্রামের প্রধান সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তা পানিতে তলিয়ে কাদামাটিতে একাকার হয়ে যায়, ফলে সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে বিভিন্ন সরকার এসেছে, আবার গেছে। এক সময় এই রাস্তায় কিছুটা কাজ শুরু হলেও মাঝপথে তা বন্ধ হয়ে যায়। এরপর আর কোনো সংস্কার কাজ না হওয়ায় রাস্তাটির অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ ও অসুস্থ রোগীদের যাতায়াত করতে হয়। কিন্তু ভাঙাচোরা রাস্তার কারণে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারছে না, রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। বর্ষাকালে অনেক সময় অ্যাম্বুলেন্স কিংবা যানবাহন চলাচল করতে না পারায় গুরুতর ঝুঁকিতে পড়ছেন রোগীরা।
স্থানীয় এক বাসিন্দা বলেন,“অনেকবার জনপ্রতিনিধিদের জানিয়েছি, আশ্বাস ছাড়া কিছুই পাইনি। বৃষ্টির সময় হাঁটাও যায় না, মোটরসাইকেল তো দূরের কথা।”
আরেকজন এলাকাবাসী জানান,এই রাস্তার কারণে আমাদের গ্রামের কৃষিপণ্য বাজারে নিতে বাড়তি খরচ ও সময় লাগে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।”
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও নজরদারির অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি আজ জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও করছেন তারা।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, অবিলম্বে পুকুরিয়া গ্রামের এই গুরুত্বপূর্ণ সড়কটি টেকসইভাবে সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করতে হবে। নাহলে কঠোর আন্দোলনের পথেও যেতে বাধ্য হবেন তারা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড