রাজশাহী ব্যুরো:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করেছে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে পৌরবাসীর মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে এবং ভোটাররা গণভোটের গুরুত্ব ও ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারেন—এই লক্ষ্যেই কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে গণভোটের বিষয়বস্তু ও গুরুত্ব তুলে ধরা হচ্ছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় ‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগান ধারণ করে আয়োজিত মিনি ম্যারাথন কর্মসূচির মাধ্যমে ভবানীগঞ্জ বাজারসহ পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাইফুল ইসলাম।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাইফুল ইসলাম বলেন,“গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সে লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। প্রতিটি ভোটার যাতে গণভোটের বিষয়বস্তু, গুরুত্ব এবং ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে ভোটকেন্দ্রে যান, সেটিই আমাদের মূল লক্ষ্য।”
পৌর কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া। তিনি বলেন,“গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন—এই দুইটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়া একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের সচেতন করা অত্যন্ত জরুরি। অনেক ভোটার এখনও গণভোট সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। তাই পৌরসভা পর্যায় থেকে আমরা মাঠে নেমে সরাসরি জনগণের কাছে গিয়ে বিষয়টি তুলে ধরছি। লিফলেট বিতরণ, মাইকিং, ব্যানার ও ভিডিও প্রদর্শনের মাধ্যমে ভোটারদের গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব এবং ভোট প্রদানের সঠিক পদ্ধতি সম্পর্কে অবহিত করা হচ্ছে।”
তিনি আরও বলেন,“বিশেষ করে নতুন ভোটার ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি খুবই কার্যকর। সচেতন ভোটারই পারে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সফল নির্বাচন নিশ্চিত করতে। ভবানীগঞ্জ পৌরসভা বিশ্বাস করে—এই সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে ভোটারদের মধ্যে দায়িত্ববোধ ও আগ্রহ আরও বৃদ্ধি পাবে।”
লিটন মিয়া বলেন,“ভোটকেন্দ্রে গিয়ে যেন কেউ বিভ্রান্ত না হন এবং প্রতিটি ভোটার যেন আত্মবিশ্বাসের সঙ্গে তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারেন—সেটিই আমাদের মূল লক্ষ্য। গণভোট ও নির্বাচন উভয় ক্ষেত্রেই জনগণের সক্রিয় অংশগ্রহণ রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, উপ-সহকারী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার তরুণ প্রজন্ম।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড