কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারীর রাজনীতির মাঠ এখন উত্তপ্ত। রাজনৈতিক প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে ধানের শীষের প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। দীর্ঘ প্রতীক্ষার পর তার প্রার্থিতা নিশ্চিত হওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। তুহিনের পক্ষে বিজয়ের ধ্বনি
নীলফামারীর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ঘুরে দেখা গেছে, ধানের শীষের সমর্থনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তুহিন ভাইয়ের নির্বাচনী প্রচারণায় ‘বিজয়ের ধ্বনি’ স্লোগানে মুখরিত হয়ে উঠছে উঠান বৈঠক গুলোতে। ভোটারদের মতে, শাহরিন ইসলাম চৌধুরী তুহিন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয়। শত প্রতিকূলতার মাঝেও তিনি যেভাবে মাঠে টিকে আছেন, তা সাধারণ মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস তবে এবারের নির্বাচন মোটেও একপাক্ষিক হচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তুহিনের মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী আল ফারুক। তিনি 'দাঁড়িপাল্লা' প্রতীক নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন।
ধানের শীষ (তুহিন)বিএনপির সুসংগঠিত ভোট ব্যাংক এবং তারুণ্যের আবেদন তুহিনের বড় শক্তি। দাঁড়িপাল্লা (আল ফারুক)সুশৃঙ্খল কর্মী বাহিনী এবং ধর্মীয় আদর্শের ভোট আল ফারুকের পক্ষে জনমত তৈরি করছে। মাঠে ভোটারদের সমীকরণ স্থানীয়দের ধারণা, ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে এক তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক (হাড্ডাহাড্ডি) লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। সাধারণ ভোটাররা বলছেন, যদি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত হয়, তবে জয়ের মালা কার গলায় উঠবে তা বলা মুশকিল। তবে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সমর্থকরা আশাবাদী যে, সকল বাধা পেরিয়ে শেষ পর্যন্ত ধানের শীষেরই জয় হবে।
ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা এখন ঘরোয়া বৈঠক ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। নীলফামারী ২ আসনের সাধারণ মানুষ এখন দেখার অপেক্ষায়কে হবেন তাদের আগামীর কাণ্ডারি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড