রাজশাহী ব্যুরো:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগনকৈর ইউনিয়নের উজানখলসি পূর্বপাড়ায় অবৈধভাবে পুকুর খননের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাইলা নূর তানজুর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ৫টি ভেকু মেশিন নিষ্ক্রিয় করা হয় এবং মেশিনগুলোর ব্যাটারি জব্দ করা হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাইলা নূর তানজু বলেন, “কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে কোনোভাবেই অবৈধ পুকুর খনন করতে দেওয়া হবে না। সরকারি অনুমতি ছাড়া যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। উজানখলসি পূর্বপাড়ার এক স্থানীয় বাসিন্দা বলেন, “দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুকুর খননের কারণে ফসলি জমি নষ্ট হচ্ছিল। প্রশাসন সময়মতো ব্যবস্থা নেওয়ায় আমরা উপকৃত হবো।”
আরেক স্থানীয় কৃষক জানান, “ভেকু দিয়ে গভীরভাবে মাটি কাটায় আশপাশের জমি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। আজকের অভিযানের মাধ্যমে বড় ধরনের ক্ষতি থেকে এলাকাটি রক্ষা পেল।”
স্থানীয়দের মতে, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের কঠোর অবস্থানের ফলে ভবিষ্যতে আর কেউ কৃষিজমি ধ্বংস করে পুকুর খননের সাহস পাবে না।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড