প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৯:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশিত হতে পারে
আলোকিত নিউজ ডেস্কঃ
দশ লাখের বেশি চাকরিপ্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশিত হতে পারে।
ফল প্রকাশ নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও নাম প্রকাশে অনিচ্ছুক অধিদফতরের এক কর্মকর্তারা জানান, ওএমআর শিট মূল্যায়নসহ কারিগরি সব কাজ প্রায় গুছিয়ে আনা হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফল প্রকাশের দিনক্ষণ নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান গণমাধ্যমকে বলেন, “আগামী সপ্তাহে ফল প্রকাশের বিষয়ে আমরা নির্দিষ্ট কোনো ‘টাইমফ্রেম’ এই মুহূর্তে বলতে চাই না। তবে আমি প্রার্থীদের আশ্বস্ত করছি যে, অতি দ্রুতই ফল প্রকাশ করা হবে। আমাদের টিম নিরলস কাজ করে যাচ্ছে।”
উল্লেখ্য,গত ৯ জানুয়ারি সারা দেশে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে এই লড়াইয়ে অংশ নিয়েছেন ১০ লাখেরও বেশি পরীক্ষার্থী। অর্থাৎ, প্রতিটি পদের জন্য গড়ে লড়ছেন প্রায় ৭০ জন প্রার্থী।
পরীক্ষার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফল প্রকাশের তারিখ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করে দিয়ে অধিদফতর জানিয়েছে, ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তা অধিদফতরের অফিশিয়াল ওয়েবসাইট এবং প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তাই কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত