তরিকুল ইসলাম,দামুড়হুদা প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন তুহিন উদ্দিন। তিনি দামুড়হুদা সরকারী পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক (কারিগরি) সম্মানিত আমার প্রিয় স্যার তুহিন উদ্দিন ২০২৩ সালে তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এবার ও ২০২৬ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা ও জেলা শিক্ষা অফিসার সহ কমিটিকে কৃতজ্ঞতা ও দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের শ্রদ্ধের প্রধান শিক্ষক। ও সহকর্মীদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনার শিক্ষক জীবনে এই দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুল থেকে যতো ছাত্র পাস করে গিয়েছে এখনো পর্যন্ত তিনার ব্যবহার কোনদিন কেউ ভুলতে পারেনি। বর্তমান নেট যুগ তো যখনই ছাত্ররা শুনেছে যে আমাদের সেই প্রিয় স্যার তুহিন উদ্দিন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে সবাই আনন্দময়। স্যার অত্যন্ত একটা ভদ্র মানুষ তিনার বাবা ও একজন শিক্ষক অতি ভদ্র। এলাকাবাসী এক বৃদ্ধা বলেন,, তুহিন ছোট থাকা অবস্থায় পড়াশুনা মনোযোগ দিয়ে করতো কোন সময় পড়া ফাঁকি দেয়নি।আমরা তুহিন কে জিজ্ঞাসা করলে বলতাম তুমি বড় হয়ে কি করবে। তখন তুহিন হেসে বলতো আমি শিক্ষক হব।পরে তার ছোট্ট বেলার কথার সাথে মিলে গেলো শিক্ষকই হলো।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড