বগুড়া প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সদর থানায় দায়ের হওয়া শিপুল মিয়া হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২, বগুড়া। বুধবার ভোররাতে বগুড়ার কাহালু থানার বিভিন্ন এলাকায় পরিচালিত দুটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মামলার ১নং এজাহারভুক্ত আসামি মো. মামুন মিয়া (৩৬) এবং ২নং এজাহারভুক্ত আসামি মো. আব্দুল আজিজ (৩৮)। তারা উভয়েই গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সবুজপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল সাড়ে পাঁচটার দিকে গাইবান্ধা পৌরসভার পুলবন্দি ঈদগাহ মাঠের পশ্চিম পাশের সড়কে মোবাইল ফোনে কথা বলছিলেন শিপুল মিয়া (৪২)। এ সময় অভিযুক্তরা তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে শিপুল মিয়াকে টানাহেঁচড়া করে ঈদগাহ মাঠের দক্ষিণ পাশের ফাঁকা জমিতে নিয়ে গিয়ে মারধর করা হয়। মাথা, বুকে ও পেটে এলোপাতাড়ি লাথির আঘাতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে শিপুল মিয়াকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ ডিসেম্বর সকাল ৬টা ১ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই মো. রায়হান মিয়া (রেজাউল করিম) বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-২১, তারিখ-২১/১২/২০২৫, ধারা ৩০২/৩৪ (পেনাল কোড ১৮৬০)।
মামলার পর থেকেই পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে র্যাব-১২। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আসামিরা গ্রেফতার এড়াতে বগুড়ার কাহালু থানার বিভিন্ন এলাকায় আত্মগোপনে রয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনায় ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ ভোররাতে অভিযান পরিচালনা করা হয়।
ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে কাহালু থানাধীন কলমা ফাজিল মাদ্রাসা মাঠ এলাকা থেকে মো. মামুন মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পুরাতন প্রোটন ব্র্যান্ডের মোবাইল ফোন, একটি সিমকার্ড ও নগদ ১৪ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। একইদিন ভোর ৪টা ৫৫ মিনিটে কলমা গ্রামে আয়োজিত একটি ইসলামি জলসার স্টল এলাকা থেকে অপর আসামি মো. আব্দুল আজিজকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড