আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদক :
মিঠাপুকুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি আজ ৫ জানুয়ারি ২০২৬ সোমবার সকার ১১টায় উপজেলা হল ঘরে অনুষ্ঠিত হয়। মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে এ লটারির আয়োজন করা হয়।
উম্মুক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অপর্না মৈত্র, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র রায় ও পিআইও মনিরুজ্জামান সহ ডিলার প্রার্থীগণ, স্থানীয় সাংবাদিক বৃন্দ।
উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত ডিলারগণ নিজ নিজ নির্ধারিত এলাকায় দারিদ্র্যসীমার নিচে বসবাসরত জনগোষ্ঠীর মাঝে সরকার নির্ধারিত মূল্যে খাদ্যশস্য সরবরাহের দায়িত্ব পালন করবেন।
মিঠাপুকুর ইউএনও মোঃ পারভেজ জানান, খাদ্যবান্ধব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং সুবিধাভোগীদের কাছে খাদ্যশস্য পৌঁছে দিতে স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগ নিশ্চিত করা হয়েছে।
প্রাপ্ত সুত্রে জানাগেছে, উপজেলার ১৭ টি ইউনিয়নে ৫৪ টি পয়েন্টের জন্য ৪৫৫ জন ডিলার প্রার্থী আবেদন করেন। যাচাই বাচাই করে বিভিন্ন কারনে ১৪২ টি আবেদন বাতিল হয়। অবশিষ্ট ৩১৩ জন ডিলার প্রার্থীর উম্মুক্ত লটারীর মাধ্যমে ৫৪ জন ডিলার চুড়ান্ত করা হয়।
লতিবপুর, দূর্ঘাপুর ও ইমাদপুর ইউনিয়নে ৪ জন করে ডিলার, অবশিষ্ট ১৪ টি ইউনিয়নে ৩ জন করে ডিলার চুড়ান্ত করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড