নাহিদ ইসলামঃ
রাজশাহী ব্যুরো: “মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ক্রিকেট প্রতিযোগিতা–২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শনিবার (০৩ জানুয়ারি) বিকেলে বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বগুড়া সদর অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তফা মঞ্জুর পিপিএম (সেবা)।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা মঞ্জুর বলেন,
“মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও একটি সমাজকে ধ্বংস করে দেয়। খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। ডিএনসির এই উদ্যোগ প্রশংসনীয় এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলার উপপরিচালক মোহা: জিললুর রহমান। তিনি বলেন,“তারুণ্যই আগামীর শক্তি। এই শক্তিকে যদি আমরা মাদকমুক্ত রাখতে পারি, তবে একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। খেলাধুলার মাধ্যমে তরুণদের সচেতন করাই আমাদের মূল লক্ষ্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রসিকিউটর মো: শাহাদাত হোসেন। তিনি বলেন,
“মাদক অপরাধের জন্ম দেয়। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণদের এমন আয়োজনের মাধ্যমে সচেতন করাই সবচেয়ে কার্যকর পদ্ধতি।”
এছাড়াও বক্তব্য দেন পরিদর্শক মো: আসলাম আলী মন্ডল ও পরিদর্শক মো: সামসুল আলম। তারা বলেন,“মাদকবিরোধী আন্দোলনকে মাঠপর্যায়ে আরও জোরদার করতে হলে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে হবে। তরুণদের পাশে থাকলেই মাদক নির্মূল সম্ভব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও তরুণ সমাজের প্রতিনিধিরা।
ফাইনাল খেলায় Zero Addiction Zoner দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং Anti Drugs Avengers দল রানার্সআপ হয়। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি মাদকবিরোধী শপথ ও সচেতনতামূলক বার্তার মধ্য দিয়ে শেষ হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড