নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নেতরার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া আদালত বসিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মোরশেদ, পিতা লুৎফর রহমান। তিনি বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি দোলাপাড়া গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেতরার বাজার এলাকায় নদী থেকে উত্তোলিত বালুসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে সংশ্লিষ্ট ট্রাক্টর মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাক্টর মালিক মোরশেদের বিরুদ্ধে ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে আর কখনো অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত হবেন না—মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, “নদী থেকে অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইনের আওতায় এনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড