রাজশাহী ব্যুরো:
মাদককে না বলে সুস্থ ও শক্তিশালী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী কাবাডি ও দাবা টুর্নামেন্ট-২০২৫।
গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নওগাঁ
জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস নওগাঁ-এর সহযোগিতায় দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কাবাডি টুর্নামেন্টে নওগাঁ জেলার চারটি শক্তিশালী দল অংশগ্রহণ করে। দলগুলো হলো— নওগাঁ সদর কাবাডি ক্লাব, মান্দা কাবাডি ক্লাব, বদলগাছি কাবাডি ক্লাব-১ এবং বদলগাছি কাবাডি ক্লাব-২। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নওগাঁ সদর কাবাডি ক্লাব এবং রানার্সআপ হয় বদলগাছি কাবাডি ক্লাব-২।
এছাড়াও একই দিনে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী দাবা টুর্নামেন্ট-২০২৫। দাবা প্রতিযোগিতায় মোট আটজন প্রতিযোগী অংশ নেন। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হন মোঃ সজল হোসেন এবং রানার্সআপ হন মোঃ বাঁধন হোসেন রোহান।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলমগীর হোসেন। এসময় তিনি উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে মাদকবিরোধী গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন,“মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। খেলাধুলা, সংস্কৃতি ও সুস্থ বিনোদনের মাধ্যমেই তরুণদের মাদক থেকে দূরে রাখা সম্ভব। আজকের এই কাবাডি ও দাবা টুর্নামেন্ট তারই একটি উদাহরণ।”
তিনি আরও বলেন, “ডিএনসি শুধু অভিযান পরিচালনা নয়, জনসচেতনতা সৃষ্টি করাকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তরুণ সমাজ যদি খেলাধুলায় সম্পৃক্ত হয়, তবে মাদকবিরোধী আন্দোলন আরও বেগবান হবে।”
খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়রাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,“এ ধরনের আয়োজন নিয়মিত হলে আমরা খেলাধুলায় আরও মনোযোগী হতে পারবো এবং মাদক থেকে নিজেদের দূরে রাখতে পারবো।”
অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকদের মাঝে মাদকবিরোধী স্লোগান সংবলিত স্টিকার, লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও মাদকবিরোধী সচেতনতার দৃঢ় বার্তা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড