রাজশাহী ব্যুরো:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনার করে চারজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নওগাঁ জেলার মান্দা ও নওগাঁ সদর থানাধীন বিভিন্ন এলাকায় একযোগে মোট ৭টি অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় চারটি মোবাইল কোর্ট মামলায় চারজন আসামিকে দণ্ড দেওয়া হয়।
গ্রেফতারকৃতরা হলেন,জীবন কৃষ্ণ চৌহান (২৬), মোঃ আলিফ (২৫), মোঃ বুলবুল (৪০) এবং মোঃ শাওন ইসলাম (৩০)। তারা সবাই নওগাঁ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযান চলাকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান।
তিনি বলেন,“মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। আইনের আওতায় এনে মাদক কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে, যাতে সমাজে একটি স্পষ্ট বার্তা যায়।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলমগীর হোসেন বলেন,“নওগাঁ জেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সাধারণ জনগণকে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড