আন্তর্জাতিক ডেস্কঃ
বিশ্বব্যাপী বিরাজমান চরম অস্থিরতা ও বিশৃঙ্খলার মধ্যে ২০২৬ সালকে সামনে রেখে বিশ্বনেতাদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
নতুন বছর উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি বিভেদ ও সংঘাত ভুলে মানুষ এবং পৃথিবীর সুরক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
গুতেরেস বলেন, নতুন বছরে বিশ্ব এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমাদের চারপাশে কেবল বিশৃঙ্খলা আর অনিশ্চয়তা। বিভাজন, সহিংসতা, জলবায়ু বিপর্যয় এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন আমাদের ঘিরে ধরেছে।
ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৬ সালে বিশ্বনেতাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত—মানুষের কষ্ট লাঘব করা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা।
বিশ্বনেতাদের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে জাতিসংঘ প্রধান বলেন, ‘এখনই সময় সচেতন হওয়ার। সংঘাতের বদলে মানুষ ও পৃথিবীকে বেছে নিন।’
বিশ্বজুড়ে উন্নয়ন সহায়তার তুলনায় সামরিক খাতে অত্যধিক ব্যয়ের তীব্র সমালোচনা করেন তিনি।
গুতেরেস জানান, এ বছর বিশ্বজুড়ে সামরিক ব্যয় প্রায় ১০ শতাংশ বেড়ে ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই বিশাল অঙ্কটি উন্নয়ন খাতে বিশ্বের মোট ব্যয়ের চেয়ে ১৩ গুণ বেশি এবং পুরো আফ্রিকার মোট জিডিপির সমান।
তিনি সতর্ক করে বলেন, বর্তমানে যুদ্ধের যে ভয়াবহতা দেখা যাচ্ছে, তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি।
গুতেরেস বলেন, আসুন নতুন বছরে আমরা আমাদের অগ্রাধিকারগুলো ঠিক করি। যুদ্ধ জয়ের চেয়ে দারিদ্র্য জয়ের পেছনে বিনিয়োগ বাড়ালেই পৃথিবী নিরাপদ হবে। যেকোনো মূল্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
২০২৬ সাল হবে জাতিসংঘ মহাসচিব হিসেবে আন্তোনিও গুতেরেসের শেষ বছর।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড