ক্রাইম রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের সিংরাউন্দা গ্রামের মোঃ আব্দুল করিম গং বাদী হয়ে গৌরীপুর সহকারী জজ আদালত মামলা করেন একই গ্রামের সুরেশ চন্দ্র নমদাস( বিশ্বাস) এর ছেলে গোপাল চন্দ্র বিশ্বাস কে আসামি করে। যাহার মোঃ নং ৫৫/২৫ দেঃ কাঃবিঃ ৩৯ আদেশর ১/২ বিধির বিধান মতে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করে।তাছাড়া আদালতে আরও একটি মামলা রয়েছে বি আর এস ভাঙ্গা জন্য।এই দুইটি মামলা থাকার পরও আসামি গং। মামলার বাদী ও তার পরিবারবর্গ লোকজনকে ভাড়াটিয়া গুন্ডা দিয়ে প্রাণনাশের এবং বড়ধরনের মামলার ফাঁসির দিবে হুমকি দিচ্ছে।এই নিয়ে কয়েক বার গ্রাম্য শালিস বসলেও বিষয়টি সুরাহা হয়নি।এই নিয়ে পুরো এলাকায় আলোচনা সমালোচনা ঝড় উঠে, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মীগণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রাম ও এলাকাবাসী কাছে জানতে চাইলে তারা সত্যতা স্বীকার করে বলেন মামলার বাদীর জমি সাথে গোপাল চন্দ্র বিশ্বাস এর জমি রয়েছে। তার জমি দাগ নং ১৪৯ জমি পরিমাণ ৯ শতাংশ কিন্তু ভুল বশত ১৪০ দাগ বি আর এস হয়ে পড়ে। এই জিমি জায়গা নিয়ে যেতে চায় গোপাল চন্দ্র বিশ্বাস। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরুদ্ধে চলে আসছে। সি এস ও আর.ও আর এর মালিক/ওরিশান গণ এই জায়গায় বসত ঘর বাড়ি নির্মাণ করে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছে। এই ঘটনার আব্দুল করিম আদালত মামলা করেন মামলাটি চলমান রয়েছে। সাংবাদিক এর প্রশ্নের জবাবে ভোক্তভোগী আব্দুল করিম গংরা বলেন আমাদের পৈত্রিক সম্পত্তি হিসেবে আমার ভোগ দখল করে আসছি। আমি মামলা করায় আমার আতংকে রয়েছি।এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন ও মামলার বিচারক এর সু দৃষ্টি কামনা করছে ভুক্তভোগী পরিবারবর্গ ও এলাকা বাসী যারাঃ মোঃ সোরাপ মিয়া, মোঃ বিল্লাল হোসেন ফকির (আমিন) মোঃ কামাল মিয়া, মোঃ অলিউল্লাহ মোঃ সাইফুল ইসলাম, মোঃ জজ মিয়া, মোঃ বিল্লাল মিয়া,দিবেন চন্দ্র সরকার,আপন কুমার,পরিতুশ চন্দ্র সরকার, মোঃ রাজিব মিয়া সহ আরো অনেকেই।প্রকাশ থাকে যে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড