সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার (৩০ ডিসেম্ব) বিকেলে শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের ওপর নির্মাণাধীন ৩১ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজের কাজ পরিদর্শনকালে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, প্রায় ২ কোটি ৮৬ লাখ ৯৬০ টাকা চুক্তিমূল্যের এ প্রকল্পে নির্ধারিত মান ও বিধিমালা অনুসরণে ঘাটতির অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্মাণকাজ স্থগিত রাখতে নির্দেশ প্রদান করেন।
এ সময় তিনি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে ল্যাব টেস্টের মাধ্যমে নির্মাণসামগ্রীর পরীক্ষা সম্পন্ন করে নির্ভরযোগ্য রিপোর্ট দাখিলের নির্দেশ প্রদান করেন। ল্যাব টেস্টের ফলাফল সন্তোষজনক না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়ক ও সেতু নির্মাণে মান নিশ্চিত না হলে জনদুর্ভোগ বাড়ে এবং সরকারি অর্থের অপচয় ঘটে। প্রশাসনের এমন কঠোর তদারকি উন্নয়ন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে তারা এ আশা ব্যক্ত করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড