ফায়েজুল শরীফ,মাদারীপুর প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন/'২৬ উপলক্ষ্যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) মাদারীপুরে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত রির্টানিং কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তাদের কাছে বিভিন্ন দল, দলের বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র মিলে ২৭ জন সংসদ সদস্য প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রির্টানিং কর্মকর্তা ও মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। এরমধ্যে মাদারীপুর-১ সংসদীয় আসনে ১১ জন, মাদারীপুর-২ আসনে ১০ জন ও মাদারীপুর-৩ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বিদ্রোহী প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বিএনপি'র মনোনীত প্রার্থী নাদিরা মিঠু আক্তার এর বিপরীতে মাদারীপুর-১ (শিবচর-মাদারীপুর) আসনে বিএনপি'র কামাল জামাল নুরুদ্দীন মোল্লা, যিনি প্রথমে বিএনপি'র দলীয় হাইকমান্ড থেকে মনোনয়ন পেলেও পরবর্তীতে তাকে বাদ দিয়ে ঐ আসনে নাদিরা মিঠু আক্তার-কে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়।

অপরটি হলো মাদারীপুর সদর-২ (রাজৈর-মাদারীপুর) আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহানের বিপরীতে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা মিল্টন বৈদ্য, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড