সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া- ২ সরাইল ও আশুগঞ্জে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিতে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা
নির্বাহী অফিসার ( ইউএনও) ও রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকারে'র কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনিছুল ইসলাম( ঠাকুর) সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর ( তপু), সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী (ডি.এম. আলী), জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার,আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ, সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার।
এসময় সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেছেন, দল যাকে যোগ্য মনে করেছে, তাকেই মনোনয়ন দিয়েছে। এখন আমাদের জোট প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে। জমিয়তে উলামায়ে ইসলামের প্রতীকের কথা উল্লেখ করে তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘খেজুর গাছই এখন ধানের শীষ।’ আশা করি, দলের কেউ এই সিদ্ধান্তের বাইরে যাবেন না।
জেলা বিএনপির অন্যতম সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার বলেছেন, দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, যারা বিএনপি কে ভালবাসে দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। আপনি যত প্রভাবশালী নেতা হোন দলের বিপক্ষে অবস্থান নিলে, বাজারে আপনার দশ টাকার মূল্য থাকবে না। এসময় তিনিও বলেছেন খেজুর গাছই এখন সরাইল-আশুগঞ্জের ধানের শীষ।
এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন মাস্টার, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ, সরাইল উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার (মুন্না)।
এছাড়াও উপস্থিত ছিলেন সরাইল উপজেলা থেকে আগত বিভিন্ন ইউনিয়নে 'র বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, কৃষক দল, জিয়া পরিষদ, ওলামা দলসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড