আশরাফুদ্দীন আল আজাদ,ধুনট প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম দাখিল করেছেন।
আজ দুপুরে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তিনি হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন।
মনোনয়ন ফরম জমা প্রদান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু বলেন,
“আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছি। দীর্ঘদিন ধরে শেরপুর ও ধুনটবাসী যে বৈষম্য ও অবহেলার শিকার হয়েছে, তার অবসান ঘটাতে চাই।”
তিনি আরও বলেন,
“ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্নীতিমুক্ত, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তবে ইনশাআল্লাহ ন্যায়বিচার, সততা ও জনসেবার রাজনীতি উপহার দেব।”
এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ-এর কাছ থেকে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু।
মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোকাল্লেম হুসাইন, সহ-সভাপতি আলহাজ্ব ইমরান কামাল খান, রফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, ধুনট উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আশরাফুদ্দীন আল আজাদ, জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদের সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মনির হোসেন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল মজিদ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ফজলুল করীম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড