লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুই দফা তল্লাশির পর ছেড়ে দেওয়া একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্টেশন রোড সংলগ্ন সোহরাওয়ার্দী মাঠ এলাকা থেকে এজেআর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। তল্লাশি চালিয়ে ভ্যানটি থেকে ৯০ বস্তায় ২ হাজার ৫১১ কেজি ভারতীয় জিরা ও ১৮০টি ভারতীয় চাদর উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে কুড়িগ্রাম থেকে আসা একই ভ্যানটি লালমনিরহাটের বড়বাড়ী এলাকায় সদর থানা পুলিশ আটক করে তল্লাশি চালায়। পরদিন বুধবার রাতে ডিবি পুলিশ পুনরায় তল্লাশি চালিয়ে গাড়িটি ছেড়ে দেয়। এ বিষয়ে ডিবি পুলিশের ওসি সাদ আহমেদ জানান, তল্লাশির সময় পণ্যের বিপরীতে কাগজপত্র থাকায় গড়িটি ছেড়ে দেয়া হয়েছে।
পরে বিজিবি গাড়িটি আটক করে পণ্য জব্দ করে।এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশের তল্লাশির পর বিজিবি আটক করার আগেই গাড়ি থেকে কসমেটিকসের দুটি কার্টন ও দশ বস্তা জিরা নিখোঁজ হয়েছে। তবে বিজিবি জানায়, তল্লাশিতে কোনো কসমেটিকস পাওয়া যায়নি এবং চালানে উল্লেখিত একশ বস্তার পরিবর্তে ৯০ বস্তা জিরাই জব্দ করা হয়েছে।
ঘটনাটি তদন্তে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহাদাত হোসেনকে দায়িত্ব দিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তদন্তে কারও গাফিলতি বা সংশ্লিষ্টতার প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড