নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা বাকচান্দা বাজার থেকে নান্দাইল বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের বাকচান্দা বাজারে সড়কের দুই পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে জনদুর্ভোগ নিরসন কমিটি, বাকচান্দা।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা জানান, প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ বাকচান্দা- নান্দাইল সড়কটি গত দুই বছর ধরে চরমভাবে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হওয়ায় স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বক্তারা বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ উপজেলা সদর, কলেজ, হাসপাতাল ও বাজারে যাতায়াত করেন। সড়কের পাশেই রয়েছে স্কুল, মাদ্রাসা ও মাতৃসদন হাসপাতাল। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও বয়স্ক মানুষের চলাচল এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে রাস্তায় হাঁটুসমান পানি জমে যায়, কাদা-পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
মানববন্ধনে অংশ নেওয়া বাকচান্দা সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক উসমান ফারুক বলেন,“ভাঙা রাস্তার কারণে শিক্ষার্থীরা নিয়মিত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে মাদ্রাসায় আসতে বাধ্য হচ্ছে। অনেক সময় অভিভাবকেরা সন্তানদের পাঠাতেই ভয় পান।”
বক্তারা আরও অভিযোগ করেন, জরুরি সময়ে অ্যাম্বুলেন্স, রিকশা, ভ্যান ও বাস চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ফলে রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ছে। ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জনদুর্ভোগ নিরসন কমিটির আহ্বায়ক সোহেল রানা, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা বলেন, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সড়ক সংস্কারে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।মানববন্ধন থেকে বক্তারা দ্রুত সড়ক সংস্কারের জোর দাবি জানান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড