বিশেষ প্রতিনিধিঃ
ঘন কুয়াশার কারণে সারাদেশের নদী ও নৌপথে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার পর থেকে ঢাকা, চাঁদপুর, বরিশাল, ভোলা ও দক্ষিণাঞ্চলের অন্যান্য নৌরুটে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুর কার্যালয়ের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।
তিনি জানান, রাতের বেলায় হঠাৎ করে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যায়। এতে নৌপথে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এ অবস্থায় চলমান লঞ্চ ও অন্যান্য নৌযানকে নিকটবর্তী নিরাপদ স্থানে নদীর পাড়ে নোঙর করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কুয়াশা কেটে গেলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও ঘন কুয়াশার কারণে নৌপথে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় চারজন প্রাণ হারান এবং কয়েকজন আহত হন। সংঘর্ষে জাকির সম্রাট-৩ লঞ্চটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে মাঝনদীতে ডুবো অবস্থায় ভাসতে থাকে।
দুর্ঘটনার পর শুক্রবার সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে অপর লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ জব্দ করে কর্তৃপক্ষ। এ ঘটনায় চারজন স্টাফকে আটক করা হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড