বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় লোটো শোরুম ম্যানেজার পিন্টু আকন্দ (৩৮) হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম সন্দেহভাজন আসামিকে আটক করেছে র্যাব। র্যাব-১২ (বগুড়া), র্যাব-১৩ সিপিসি-৩ (গাইবান্ধা) ও র্যাব-৪-এর যৌথ অভিযানে গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কোমরনই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত মো. জেলহজ আলী (৩০) বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভার ডিম শহর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার রানীনগর উপজেলার মৃত আয়েজ উদ্দিন আকন্দের ছেলে। তিনি প্রায় তিন বছর ধরে দুপচাঁচিয়া পৌরসভার সিও অফিস মোড়সংলগ্ন খন্দকার মার্কেটে অবস্থিত তৌফিক এলাহী সুজনের মালিকানাধীন লোটো শোরুমে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার দিন ২২ ডিসেম্বর রাতে শোরুমের দৈনন্দিন লেনদেন শেষ করে রাত আনুমানিক ৯টা ৭ মিনিটে শোরুম বন্ধ করার সময় ৬–৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি সেখানে প্রবেশ করে। তারা পিন্টু আকন্দকে জোরপূর্বক একটি ঢাকা মেট্রো চ-১৫-৩২৬৮ নম্বরের হায়েস মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে আদমদীঘি থানাধীন ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমরভোগ গ্রামের একটি পুকুরপাড় সংলগ্ন পাকা সড়কে মাইক্রোবাসের ভেতরেই তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. সাবিনাজ খাতুন দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১২ সিপিএসসি বগুড়া গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, মামলার সন্দেহভাজন আসামি মো. জেলহজ আলী গ্রেপ্তার এড়াতে গাইবান্ধা সদর থানা এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে র্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় ২৬ ডিসেম্বর ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে পশ্চিম কোমরনই এলাকায় অভিযান চালিয়ে তাকে একটি বাটন মোবাইল ও একটি সিম কার্ডসহ আটক করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড