স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে তিনি এ দায়িত্ব পান।
সংগঠনের দায়িত্বশীল সূত্র জানায়, সারা দেশ থেকে আগত কেন্দ্রীয় ও সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে ছয় হাজারেরও বেশি সদস্য অংশগ্রহণ করেন।
সম্মেলনের শুরুতে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন, চলমান পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনার মাধ্যমে ফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর সম্মেলনস্থলে উপস্থিত নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানান।
নুরুল ইসলাম সাদ্দাম এর আগে সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের কারণে তাঁকে এই পদে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের একাধিক দায়িত্বশীল নেতা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় ছাত্রশিবিরের নেতৃত্ব নির্বাচন সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা এবং আগামী দিনের কর্মসূচি প্রকাশ করা হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড