নাহিদ ইসলাম,রাজশাহী ব্যুরো:
রাষ্ট্রীয় প্রশাসনের ভিত্তি সুসংহত করতে সরকারি কর্মচারীদের আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।
তিনি বলেন, সরকারি কর্মচারীরা শুদ্ধভাবে আইনের জ্ঞান অর্জন করলে সরকারের সুনাম বৃদ্ধি পায় এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি শক্তিশালী ও কার্যকর রাষ্ট্রীয় প্রশাসন গড়ে তুলতে সরকারি কর্মচারীদের আইন জানা অপরিহার্য।
বুধবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয়’ শীর্ষক প্রশিক্ষণে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
তথ্য ও সম্প্রচার সচিব বলেন, সরকারি কর্মচারীদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আইনের আওতায় থেকে কাজ করা। আইনের সব ধারা মুখস্থ রাখা জরুরি নয়, বরং কোন আইনের কোন ধারা কোথায় আছে—সে সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। এতে করে দায়িত্ব পালনে স্বচ্ছতা ও দক্ষতা বাড়ে।
তিনি আরও বলেন, আইনানুগভাবে কাজ করলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলার সংখ্যা কমে আসবে। সরকারের বিরুদ্ধে যখন মামলা হয় কিংবা সরকারের স্বার্থে মামলা পরিচালনা করতে হয়, তখন আইনের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ সময় তিনি মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও প্রয়োজনীয় ধাপসমূহ যথাযথভাবে জেনে নিয়ে সে অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, সরকারি কর্মচারীদের জন্য মামলা পরিচালনায় করণীয় বিষয়ক এ ধরনের প্রশিক্ষণ এখন সময়ের দাবি। মামলার ক্ষেত্রে এখনও নানা ধরনের ভুল হয়ে থাকে। ভুল করা অপরাধ নয়, তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সঠিকভাবে কাজ করাই গুরুত্বপূর্ণ।
দিনব্যাপী এ প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন সেশন পরিচালনা করেন। রাজশাহী বিভাগের আট জেলার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড