রাজশাহী ব্যুরো:
বগুড়ায় মাদকবিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে মিনিট পর্যন্ত শিবগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মহাস্থান দক্ষিণপাড়ার মৃত হাফিজার রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তা (৪৭) ও মহাস্থান মুন্নাপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে আবু সাঈদ। উভয়েই শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল ও শিবগঞ্জ উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে আটক দুই আসামিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলেই উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন,“মাদক সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,
“মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জনগণের সহযোগিতায় মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেকোনো তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমাদের এই অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।”
ডিএনসি সূত্রে জানা গেছে, মাদকবিরোধী এই ধরনের বিশেষ অভিযান আগামী দিনগুলোতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড