রাজশাহী ব্যুরো:
বগুড়ার মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ) সন্ধ্যা ৬টার দিকে শেরপুর উপজেলার কলোনী, উত্তর সাহাপাড়া ও রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।
এ সময় অভিযানে ১ কেজি গাঁজাসহ শ্রী সুবাশ বাঁশফোড় (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যৃবক কাহালু উপজেলার সর্দ্দারপাড়া এলাকার মৃত মানিক বাঁশফোড়ের ছেলে।
শেরপুর উপজেলার নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্তকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন,“মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি। সরকারের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং মাদক সংশ্লিষ্ট কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকবিরোধী অভিযানে প্রশাসনের বিভিন্ন স্তরের সমন্বয়ের মাধ্যমে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। মাদক কারবারিদের বিরুদ্ধে ডিএনসির অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, সাধারণ জনগণের সহযোগিতা পেলে মাদক নির্মূলে আরও দ্রুত সাফল্য অর্জন করা সম্ভব হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড