স্টাফ রিপোর্টারঃ
পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে গ্রীন ভয়েস ফুলবাড়ি উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় ফুলবাড়ি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কুড়িগ্রাম জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, নদী দখল, নির্বিচারে বৃক্ষ নিধন ও পরিবেশ দূষণ বর্তমানে মানব সভ্যতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব সংকট মোকাবিলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে সম্পৃক্ত করে সংগঠিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।
মতবিনিময় সভায় গ্রীন ভয়েসের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ফুলবাড়ি উপজেলাকে সবুজ ও পরিবেশবান্ধব জনপদে রূপান্তরের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন, স্কুল-কলেজভিত্তিক কার্যক্রম এবং স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সদস্য রাইসুল ইসলাম নোমান, রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, কুড়িগ্রাম জেলা সভাপতি মিজানুর রহমান, জেলা সাধারণ সম্পাদক নুরনবী সরকার, ফুলবাড়ি উপজেলা সদস্য মোঃ সুমন রহমান, নাইমুর রহমান নিশাতসহ গ্রীন ভয়েসের বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী সদস্য।
বক্তারা সংগঠনের চলমান কার্যক্রমের সার্বিক মূল্যায়ন করে ভবিষ্যতে ফুলবাড়ি উপজেলায় আরও পরিকল্পিত ও কার্যকর পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়নের দিকনির্দেশনা দেন। পাশাপাশি নতুন ও পুরোনো সদস্যদের সংগঠনের আদর্শ ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে অবহিত করা হয়।
সভায় নতুন সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা প্রশংসিত হয়। বক্তারা বলেন, তরুণদের ঐক্য ও সচেতন উদ্যোগই পরিবেশ রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করতে পারে।
এছাড়া আগামী দিনে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়। পরিবেশ রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে গ্রীন ভয়েসের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড