বিশেষ প্রতিনিধিঃ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় ব্যাপক জনসমাগম ও যানজট দেখা দিয়েছে। এ কারণে নগরবাসীকে কিছু সড়ক এড়িয়ে চলতে এবং বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫৫ মিনিটে লন্ডন থেকে দেশে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) ও এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের নিজ বাসভবনে যাবেন তারেক রহমান। এ সময় বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানাতে অতিরিক্ত জনসমাগম হবে।
সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী থেকে আব্দুল্লাহপুর এবং কুড়িল থেকে মস্তুল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি বিকল্প হিসেবে যে রাস্তাগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে-
১. আব্দুল্লাহপুর–কামারপাড়া–ধউর ব্রিজ–পঞ্চবটি–মিরপুর বেড়িবাঁধ–গাবতলী রুট
২. উত্তরা ও মিরপুরবাসীর জন্য হাউস বিল্ডিং–জমজম টাওয়ার–১২ নম্বর সেক্টর–মেট্রোরেল রুট
৩. গুলশান, বাড্ডা ও প্রগতি সরণি এলাকার যাত্রীদের জন্য গুলশান-১, পুলিশ প্লাজা, আমতলী ও মহাখালী রুট
৪. মহাখালী বাস টার্মিনাল থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের জন্য মিরপুর–গাবতলী রোড
৫. কাঞ্চন ব্রিজ থেকে আগত যানবাহনের জন্য বসুন্ধরা আবাসিক এলাকা হয়ে মাদানী এভিনিউ।
এ ছাড়া মিরপুর ও উত্তরা এলাকার যাত্রীদের মেট্রোরেল ব্যবহার এবং ঢাকা–জয়দেবপুর রুটে ট্রেন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশগামী ও হজযাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
অভ্যর্থনায় অংশগ্রহণকারীদের কোনো ব্যাগ, লাঠি বহন না করা, গাড়িবহরে যুক্ত না হওয়া এবং মোটরসাইকেল নিয়ে গুলশান–বনানী থেকে বিমানবন্দর সড়কে অবস্থান না করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন এ নির্দেশনার বাইরে থাকবে।
এদিকে নেতাকর্মীদের জন্য নির্ধারিত পার্কিং স্থানও জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে-
১. টঙ্গী হয়ে আগত যানবাহনের জন্য বিশ্ব ইজতেমা মাঠ
২. পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে আগত যানবাহনের জন্য নীলা মার্কেট ও বাণিজ্য মেলার মাঠ
৩. গাবতলী রুটের যানবাহনের জন্য দিয়াবাড়ি পশুর হাট
৪. বাবুবাজার ও বসিলা ব্রিজ হয়ে আগত যানবাহনের জন্য আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠ
৫. মাওয়া রোড দিয়ে আগত যানবাহনের জন্য মতিঝিল বাণিজ্যিক এলাকা।
ডিএমপি আশা করছে, নগরবাসীর সহযোগিতায় এই দিনে যানজট ও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড