ক্রীড়া ডেস্কঃ
ফুটবল মাঠের বাইরে এবার ভিন্ন আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবে লোহিত সাগরের মাঝখানে অবস্থিত এক অভিজাত দ্বীপে প্রায় ১১৬ কোটি টাকা মূল্যের দুটি বিলাসবহুল ভিলা কিনেছেন পর্তুগিজ তারকা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
নুজুমা রিসোর্ট নামে পরিচিত এই দ্বীপটি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ৮০০ মাইল দূরে অবস্থিত। এখানে যাতায়াতের একমাত্র উপায় সি-প্লেন অথবা নৌকা, যা দ্বীপটিকে আরও ব্যক্তিগত ও নিরিবিলি করে তুলেছে। রোনালদোর কেনা দুটি ভিলার প্রতিটির আনুমানিক মূল্য ৫৮ কোটি টাকা।
বিশ্বখ্যাত ব্রিটিশ স্থপতি লর্ড নরম্যান ফস্টার নকশা করা এই ভিলাগুলো একটি সংরক্ষিত এলাকায় অবস্থিত, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর নিস্তব্ধতা উপভোগ করার সুযোগ পান শুধুমাত্র নির্বাচিত অতিথিরা। একটি ভিলায় রয়েছে তিনটি বেডরুম, অন্যটিতে দুটি। প্রতিটি ভিলাতেই রয়েছে প্যানোরামিক কাচের জানালা, ব্যক্তিগত সুইমিং পুল, সমুদ্রের দৃষ্টিনন্দন দৃশ্য এবং এমনকি আকাশ দেখার জন্য টেলিস্কোপও।
রোনালদো জানিয়েছেন, প্রথমবার দ্বীপে আসার পর থেকেই তিনি ও তার সঙ্গী জর্জিনা গভীর এক মানসিক সংযোগ অনুভব করেন। তার ভাষায়, “এই জায়গাটিতে আমরা এক ধরনের শান্তি খুঁজে পাই, যা আমাদের জন্য খুবই বিশেষ।” রেড সি ইন্টারন্যাশনালের সিইও জন পাগানো রোনালদো ও তার পরিবারকে এই কমিউনিটিতে স্বাগত জানান।
ভিলার অতিথিরা এখানে স্পা সুবিধা, ডাইভিং সেন্টার এবং বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস উপভোগ করতে পারেন, যা একে পরিণত করেছে পূর্ণাঙ্গ বিলাসবহুল অবকাশকেন্দ্রে।
ফুটবল দিক থেকেও ব্যস্ত সময় অপেক্ষা করছে রোনালদোর জন্য। শীতকালীন বিরতি শেষে তিনি আল-নাসরের জার্সিতে আবার মাঠে ফিরতে যাচ্ছেন। সৌদি প্রো লিগে তার দল বর্তমানে শীর্ষস্থানে রয়েছে। পাশাপাশি ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জানুয়ারিতে নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে ক্লাবটি।
আগামী ম্যাচে এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরাকি ক্লাব আল-জাওরার মুখোমুখি হবে আল-নাসর। এরপর ২৭ ডিসেম্বর সৌদি প্রো লিগে আল-আখদৌদর বিপক্ষে মাঠে নামতে পারেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড