প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৩:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:২১ পূর্বাহ্ণ
দিনাজপুর সদর রাজনীতির কেন্দ্রে দেশনেত্রী-বেগম খালেদা জিয়ার মনোনয়নে আবেগ ও প্রত্যাশার ঢেউ
দিনাজপুর প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর–৩ সদর আসনে রাজনীতির আকাশে নতুন করে আলো ছড়াচ্ছে এক পরিচিত নাম—বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে স্পষ্ট হয়ে উঠেছে আবেগ, প্রত্যাশা ও গর্বের এক নতুন অধ্যায়।
আজ ২৪ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের কাছ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন বকুল, দপ্তর সম্পাদক বাবু চৌধুরী, দিনাজপুর কোতোয়ালি বিএনপির সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি আবেগঘন কণ্ঠে বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন—তিনি দেশের প্রায় ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। আশা ও আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল হয়ে তিনি আজও মানুষের পাশে আছেন। এই মহীয়সী নারী নিজের জীবন বিপন্ন করে কখনো দেশের মানুষের অধিকার আদায়ের প্রশ্নে পিছপা হননি।”
তিনি আরও বলেন,“দিনাজপুর–৩ সদর আসন থেকে বেগম খালেদা জিয়ার নির্বাচন করা আমাদের জন্য গর্বের বিষয়। রাজনৈতিক বাস্তবতায় এটি হয়তো তাঁর জীবনের শেষ নির্বাচনও হতে পারে। তাই এই আসনের ভোটারদের কাছে আমাদের প্রত্যাশা—সকল ভেদাভেদ ভুলে তাঁকে যেন সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত করে সম্মানিত করা হয়।”
বক্তব্যে তিনি দেশনেত্রীর বর্তমান শারীরিক অবস্থার কথাও উল্লেখ করে তাঁর সুস্থতার জন্য সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া কামনা করেন।
মনোনয়নপত্র সংগ্রহের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে জেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে নির্বাচনী রাজনীতির এই আবেগঘন অধ্যায়ের সাক্ষী হন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত