স্টাফ রিপোর্টারঃ
নেতাকর্মীদের বহনের জন্য মুন্সীগঞ্জের বিভিন্ন পয়েন্ট থেকে দুই শতাধিকেরও বেশি বাস ভাড়া করা হয়েছে। তবে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, মুন্সীগঞ্জ থেকে ঢাকার দূরত্ব কম হওয়ায় বাসের পাশাপাশি বিভিন্ন ধরনের পরিবহনে করেও তারা ঘটনাস্থলে পৌঁছাবেন। এছাড়া মুন্সীগঞ্জের অনেক নেতাকর্মী ঢাকা শহরে বসবাস করায় তারা ঢাকা থেকেই অনুষ্ঠানে যোগ দেবেন বলে বিএনপির দলীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।
বিএনপির একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, মুন্সীগঞ্জের ছয়টি উপজেলা থেকে বাসসহ বিভিন্ন পরিবহনে করে বৃহস্পতিবার ভোর থেকেই নেতাকর্মীরা ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে জড়ো হবেন। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেলসহ অন্যান্য ব্যক্তিগত পরিবহনে করে ঘটনাস্থলে যাবেন। এ ব্যাপারে বিএনপি কর্মী রাসেল ঢালী বলেন, আমরা মুন্সীগঞ্জ বিএনপির রাজনীতি করলেও পেশাগত কারণে ঢাকায় অবস্থান করি। তাই আমরা ঢাকা থেকেই সমাবেশস্থলে জড়ো হবো। এ ব্যাপারে বেতকা পরিবহনের মালিক সমিতির সহ-সভাপতি নুর হোসেন সর্দার বলেন, আমার দুটি বাস রাসেল মল্লিক নামের একজন বিএনপি নেতা ভাড়া করেছেন। বিচ্ছিন্নভাবে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে অনেকেই বাস ভাড়া করছেন। আমরা আশা করছি, আমাদের পরিবহনের ১৫ থেকে ২০টি বাস ভাড়া হবে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন দোলন বলেন, মুন্সীগঞ্জ থেকে ২৫ হাজারেরও বেশি বিএনপির নেতাকর্মী ঘটনাস্থলে জড়ো হবেন। শুধু টঙ্গিবাড়ী উপজেলা থেকেই ৪০ থেকে ৫০টি বাস ভাড়া করা হয়েছে। এভাবে পুরো জেলা থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া অনেকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতেও যাবেন। ঢাকায় অবস্থানরত আমাদের অনেক নেতাকর্মী ঢাকা থেকেই সমাবেশস্থলে উপস্থিত হবেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন বলেন, আমরা বেশ কিছু বাস ভাড়া করছি। তবে মুন্সীগঞ্জ থেকে ঢাকা খুব কাছাকাছি হওয়ায় নেতাকর্মীরা বিভিন্ন পরিবহনে যাতায়াত করবেন। আমাদের ঢাকার ৩০০ ফিট এলাকায় কাঞ্চন ব্রিজ দিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে যেভাবে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন, তাতে আমরা ঠিক কতজন নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে পারবো, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। তারপরও মুন্সীগঞ্জ সদর থেকেই অন্তত ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী ওই দিন ঘটনাস্থলে জড়ো হবেন বলে আমরা আশা করছি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড