প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৩:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:১১ পূর্বাহ্ণ
গৃহবধূকে ধর্ষনের মামলা; র্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি দিনাজপুরের কোতয়ালী থেকে গ্রেফতার
ষ্টাফ রিপোর্টারঃ
এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, অহপরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাদীর দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি এবং ভিকটিম একই এলাকার স্থানীয় বাসিন্দা এবং ভিকটিমের স্বামীর ঘনিষ্ঠ বন্ধু। বিগত কয়েক মাস পূর্বে ভিকটিমের স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায় ভিকটিম স্বামীর বাড়ি হতে তার বাবার বাড়িতে চলে যায়। ভিকটিমের সাথে তার স্বামীর মনোমালিন্যের বিষয়টি মিমাংসা করার জন্য আসামি ভিকটিমের বাবার বাড়ীতে ভিকটিমের সাথে সাক্ষাত করে এবং ভিকটিমের সাথে সখ্যতা গড়ে তুলে। এরই প্রেক্ষিতে গত ইং ১৫/০৯/২০২৫ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় গ্রেফতারকৃত আসামি ভিকটিমকে তার নিজ স্বামীর শয়নকক্ষে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৮, তারিখ- ১৮/১১/২০২৫ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারা।
ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-
১, দিনাজপুর ক্যাম্পের আভিযানিক দল ইং ২২/১২/২০২৫ তারিখ দুপুর ০২.১০ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন উপশহর নিউটাউন এলাকায় অভিযান পরিচালনা করে এজহারনামীয় প্রধান আসামি সৈয়দ রোকনুজ্জামান (৩০), পিতা-সৈয়দ হারুনুর রশিদ, সাং-মতিহারা (পূর্বপাড়া), থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানাগেছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত