নাহিদ ইসলাম,রাজশাহী ব্যুরো:
বগুড়া জেলা কার্যালয়ে ডিসেম্বর/২০২৫ মাসের মাসিক অভ্যন্তরীণ সমন্বয় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় নতুন দুই সহকর্মীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অফিসে স্বাগত জানানো হয়। একই সঙ্গে, বদলি জনিত কারণে দুই সহকর্মীকে বিদায় জানিয়ে ডিএনসি বগুড়ার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
সভায় নভেম্বর/২০২৫ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে পারফরম্যান্স মূল্যায়নও অনুষ্ঠিত হয়। এএসআই ক্যাটাগরিতে আশরাফ এবং সিপাই ক্যাটাগরিতে ইউনুসকে তাদের অসাধারণ অবদানের জন্য পুরস্কৃত করা হয়।
সভায় আসন্ন বড়দিন (২৫ ডিসেম্বর) এবং নতুন বছরের প্রাক্কালে (৩১ ডিসেম্বর) জন্য কর্মকৌশলও নির্ধারণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,
"মাসিক সমন্বয় সভা আমাদের অফিসে কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি একে অপরের সঙ্গে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন সহকর্মীদের স্বাগত জানানো এবং যারা বিদায় গ্রহণ করছেন তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন আমাদের প্রতিষ্ঠানকে আরও মানবিক ও সুসংগঠিত করে তুলবে। পাশাপাশি পারফরম্যান্স ভিত্তিক পুরস্কার আমাদেরকে উৎসাহিত করবে আরও উন্নত ও ফলপ্রসূ কাজের দিকে এগিয়ে যাওয়ার জন্য।"
ডিএনসি বগুড়ার কর্মকর্তারা জানিয়েছেন, মাসিক সমন্বয় সভা কর্মীদের মধ্যে প্রেরণা বৃদ্ধির পাশাপাশি স্বচ্ছ ও ফলপ্রসূ কাজের পরিবেশ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড