
ফায়েজুল শরীফ,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর আন্তঃজেলা নতুন বাস টার্মিনাল সংলগ্ন মায়ের দোয়া মটরস এর সত্বাধিকারী মোঃ কামরুল হাসান খান এর মিনি ডাম ট্রাক চুরি হয়ে গেছে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে । বরিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১০/১১ টার দিকে এ চুরি সংঘটিত হয়েছে বলে সোমবার (২২ ডিসেম্বর) মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মাদারীপুর সদরের পূর্ব খাগদী এলাকার মৃত- আঃ রহমান খানের পুত্র কামরুল হাসান খান (৫১)। তিনি জানান, প্রতিদিনের মতো দৈনিন্দিন কাজ-কর্ম সম্পন্ন করে রাজবাড়ী- ড-১১-০১২১ রেজিষ্ট্রেশন নম্বরের ট্রাকটি তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সন্ধ্যার পরে পাকিং করে রাত ৯ টার দিকে বাসায় চলে যান। সোমবার সকালে যথারীতি তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে এলে দেখতে পান তার ২০ লক্ষ টাকা মূল্যের উল্লেখিত নম্বরের ট্রাকটি আর সেখানে নেই। কে বা কারা রাতের অন্ধকারে ট্রাকটি চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও ট্রাকটি তিনি খুঁজে পাননি।
এ ব্যাপারে ভূক্তভোগী মাদারীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তা আমলে নিয়ে ট্রাফিক বিভাগকে অবহিতকরণ সহ তাদের আইনগত প্রক্রিয়া শুরু করেছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।