
নাহিদ ইসলাম,রাজশাহী ব্যুরো:
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলায় বগুড়া সদর জেলা ম্যাজিস্ট্রটের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকের নেতৃত্বে ডিএনসি বগুড়া ‘ক’ সার্কেলের একটি টিম অভিযান পরিচালনা করেছে।
অভিযানকালে চকসুত্রাপুর চামড়াগুদাম ও ষ্টেশন ক্লাব এলাকা থেকে তিন জনকে গাঁজা ৬০ গ্রামসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর থানাধীন এরুলিয়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে রিপন ইসলাম (৩৮),
বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন গাড়িদহ গ্রামে রশিদের ছেলে অসিম (২০) ও জেলার শাজাহানপুর থানাধীন গন্ডগ্রাম গ্রামের শফিকুলের ছেলে আহসান উল আলম (৩২)।
এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত রিপন ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড অসিমকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড ও আহসান উল আলমকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক।
তাসওয়ার তানজামুল হক বলেন,“আমাদের অভিযান একটি শৃঙ্খলাবদ্ধ ও নিয়মিত কার্যক্রমের অংশ। মাদকদ্রব্যের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে স্থানীয় জনগণকে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকদ্রব্য প্রবাহ রোধে আমরা সবসময় সতর্ক। জনগণের কল্যাণে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে ডিএনসি বগুড়া অঞ্চলে নিয়মিত অভিযান পরিচালনা করছে। কেউ আইনের বাইরে গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”