নাহিদ ইসলাম,রাজশাহী ব্যুরো:
বগুড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থানা পুলিশ, ডিবি পুলিশ, র্যাব, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর যৌথ অভিযানে একাধিক মাদক মামলার অভিযুক্তসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বগুড়া সদর থানাধীন চকসূত্রাপুর চামড়াগুদাম ও স্টেশন ক্লাব এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ৫০ পিস (ওজন ৫ গ্রাম), বাদামি রঙের হেরোইনের ছোট-বড় ৬টি পুরিয়া (ওজন ১০ গ্রাম), গাঁজা ৬০ গ্রাম এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, তহমিনা বেগম ওরফে টুনি (৪০), মো. রফিকুল ইসলাম (৪৫), মোছা. শিল্পী বেগম (৪০), মো. রিপন ইসলাম (৩৮), মো. অসিম (২০) এবং মো. আহসান উল আলম (৩২)।
আটককৃতদের মধ্যে তহমিনা বেগম, রফিকুল ইসলাম ও শিল্পী বেগমের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক-এর নেতৃত্বে অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে রিপন ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, মো. অসিমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং মো. আহসান উল আলমকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক।
ভ্রাম্যমাণ আদালতের আদেশে উদ্ধারকৃত মাদক ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে এবং বগুড়াকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড