প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ১:১১ অপরাহ্ণ
নওগাঁ সুইপার কলোনিতে সাংবাদিকদের উপস্থিতিতে পুলিশ ও ডিবি’র অভিযানে বিপুল পরিমান গাঁজা-মদ উদ্ধার আটক-২
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ শহরের হরিজন সুইপার কলোনিতে সাংবাদিকদের সাথে নিয়ে নওগাঁ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর প্রায় ৩ ঘন্টা ব্যাপী যৌথ বিশেষ অভিযানে প্রায় ৭০ কেজি গাঁজা ১৬ লিটার ৬০০ মিলি বাংলা মদ তারা মজুত করে বোতল জাত করতো। খালি মদের বোতল ও বোতলের কর্ক পাশাপাশি মদক বিক্রির টাকা নগদ টাকা ০১ লক্ষ ৯৮ হাজার অভিযানেকালে জব্দ করা হয়।
আজ রোববার সকাল ০৯ ঘটিকা হতে সাড়ে ১২ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে ০২ জনকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তিরা হলেন, ১। রাহুল (১৯), পিতা- ভবেষ বাঁসখোর, ২। রাজা বাঁসখোর (৩৭), পিতা-শ্রী ভানু বাঁসখোর, উভয় সাং- নুনীয়া পট্রি, সুইপার কলোনী, থানা ও জেলা নওগাঁ।
থানা পুলিশ সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিত্বে শহরের হরিজন সুইপার কলোনিতে সকাল ০৯ ঘটিকায় মৃত ভানুর ছেলে মনির বাড়িতে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। তবে ঘরটি তালাবদ্ধ থাকায় ঘরের তালা ভেঙে গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের অভিযানের আগে মাদক ব্যবসায়িরা বুঝতে পেরে কিছু গাঁজার প্যাকেজ পাশের পুকুরে পানিতে ফেলে দেয়। পরে সেগুলো উদ্ধার করা হয়।
পরে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ অভিযানে যোগ দেয়। প্রতিটি বাসায় তল্লাসি চালানো হয়। এসময় কিছু বাংলা মদ উদ্ধার করা হয়।
মাদকমুক্ত করতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত